চরফ্যাশনে ট্রাক উল্টে নিহত ৩

ভোলার চরফ্যাশন উপজেলায় ট্রাক উল্টে চালক ও সহকারীসহ তিনজন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও দুইজন।

ভোলা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 May 2019, 05:50 PM
Updated : 4 May 2019, 05:50 PM

শনিবার সন্ধ্যায় চরমাদ্রাজ ইউনিয়নের চরনিউটন গ্রামের সোবহান মাঝী বাড়ি সংলগ্ন বেড়ি বাঁধে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ট্রাকচালক আবু জাহের (২৫), সহকারী আনোয়ার হোসেন (১৫), ট্রাকে থাকা জাহিদুল ইসলাম শাকিব (১৫)।

আহতরা হলেন আনোয়ার (১৫) ও সোহেল (১৫)।

চরফ্যাসন থানার ওসি শামসুল আরেফিন বলেন, চর নিউটন থেকে হামিদপুর যাওয়ার পথে একটি মালবাহী ট্রাক উল্টে পড়ে যায়।

“ঘটনাস্থলে চালকসহ দুইজন নিহত হন। হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।”

আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।    

ওসি জানান, নিহত আবু জাহের নীলফামারীর ডিমলা উপজেলার ডালিয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। আনোয়ার চরফ্যাসন উপজেলার চর নিউটন গ্রামের মৃত দুলালের ছেলে এবং জাহিদুল ইসলাম শাকিব চরমদ্রাজ গ্রামের ইউছুফ আলীর ছেলে।