বাগেরহাটে মাছের খাবার বিক্রেতাকে পিটিয়ে হত্যা

বাগেরহাটের চিতলমারী উপজেলায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্রে করে মাছের খাবার বিক্রেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 May 2019, 11:02 AM
Updated : 4 May 2019, 11:23 AM

নিহত রুবেল হাওলাদার (২৫) উপজেলার খিলিগাতি গ্রামের মহসিন হাওলাদারের ছেলে। খিলিগাতি বাজারে মাছের খাবার বেচতেন তিনি।

চিতলমারী থানার এসআই মো. গিয়াস উদ্দীন বলেন, “পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এলাকার রেজাউল ফকিরের নেতৃত্বে একদল লোক রুবেলকে মারধর করে । তাকে প্রথমে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেন স্বজনরা। সেখান থেকে শুক্রবার ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।”

নিহত রুবেলে বড় ভাই রবিউল হাওলাদার অভিযোগ করেন, প্রতিবেশী রেজাউল ফকিরের কাছে রুবেল মাছের খাবার বিকি বাবদ ১৮ হাজার টাকা পেতেন। সেই টাকা চাওয়ায় রেজাউল ক্ষুব্ধ হয়ে তার লোকজন নিয়ে তাকে প্রকাশ্যে মারধর করেন।

এ ঘটনায় মামলা হয়েছে জানিয়ে এসআই গিয়াস বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশ চেষ্টা করছে। শনিবার বাগেরহাট সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে লাশ ফেরত দেওয়া হয়েছে।