পদ্মায় স্পিডবোট ডুবে নিখোঁজের দুই দিন পর ২ লাশ উদ্ধার

পদ্মায় ট্রলারের ধাক্কায় স্পিডবোট ডুবে নিঁখোজের দুই দিন পর দুইজনের লাশ উদ্ধার করেছেন মাদারীপুরের ফায়ার সার্ভিস কর্মীরা।

মাদারীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 May 2019, 09:59 AM
Updated : 4 May 2019, 11:53 AM

মাদারীপুরের শিবচর ফায়ার সার্ভিসের ইনচার্জ মোর্তজা ফকির জানান, শনিবার বেলা সাড়ে ১১টায় কাঁঠালবাড়ি লঞ্চঘাটের কাছ থেকে আমির হামজা (৬) ও মিরাজ হোসেন (২০) নামে এই দুইজনের লাশ উদ্ধার করেন তারা।

আমির হামজা শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের ইমরান ফরাজীর ছেলে। আর মিরাজ হোসেন বরিশাল জেলার বানাড়ীপাড়া উপজেলার লবনসারা গ্রামের আব্দুর রহমানের ছেলে।

এ নিয়ে স্পিডবোট ডুবির ঘটনায় তিনজন নিহত হলেন।

ঘূর্ণিঝড় ফণী ধেয়ে আসার কারণে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বৃহস্পতিবার রাতে স্পিডবোটে করে তারা পদ্মা পার হচ্ছিলেন। ট্রলার ও স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে একজন নিহত হন। আহত হয় ১০ জন। আরও তিনজন নিঁখোজ হন বলে স্থানীয়রা জানিয়েছিল। তাদের মধ্যে দুইজনের লাশ মিলল।

ফায়ার সার্ভিস কর্মকর্তা মোর্তজা বলেন, দুর্ঘটনার পর থেকে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা পদ্মায় অনুসন্ধান চালাচ্ছিল। এরই একপর্যায়ে শনিবার দুইজনের লাশ মিলল।

আর কোনো নিখোঁজের অভিযোগ নেই বলে শিবচর থানার ওসি জাকির হোসেন মোল্লা জানিয়েছেন।