বাঁচানো গেল না শ্বশুরবাড়িতে অগ্নিদগ্ধ দীপিকাকে

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় শ্বশুরবাড়িতে অগ্নিদগ্ধ গৃহবধূ দীপিকা আচার্য মনিকা মারা গেছেন।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 May 2019, 05:08 PM
Updated : 3 May 2019, 05:08 PM

হাজীগঞ্জ থানার ওসি আলমগীর হোসেন রনি জানান, শুক্রবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৬ বছর বয়সী এই গৃহবধূ মারা যান।

গত ৩০ এপ্রিল স্বামী বিপুল আচার্যসহ শ্বশুরবাড়ির কয়েকজন দীপিকার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় বলে তার বড় ভাই অরবিন্দ আচার্যর অভিযোগ।

এ ঘটনায় অরবিন্দ বাদী হয়ে তিনজনকে আসামি করে হাজীগঞ্জ থানায় মামলা করেছেন। মামলার পর পুলিশ স্বামী, ভাসুর ও শাশুড়িকে গ্রেপ্তার করেছে।

মামলার তদন্ত কর্মকর্তা হাজীগঞ্জ থানার এসআই খলিলুর রহমান বলেন, দীপিকার শরীরের ৯২ ভাগ পুড়ে গেছিল। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন দীপিকার বক্তব্য রেকর্ড করা হয়েছে।

বক্তব্যে তাকে আগুন দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বলে দীপিকা অভিযোগ করেছেন। সেই পথে তদন্ত চলবে বলে জানান তদন্ত কর্মকর্তা খলিলুর রহমান।