কুমিল্লায় কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত

কুমিল্লা সদর উপজেলায় বিজিবির সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন; যার কাছে দুই হাজার ইয়াবা পওয়া গেছে বলে বিজিবির ভাষ্য।

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 May 2019, 12:03 PM
Updated : 3 May 2019, 12:03 PM

নিহত আবদুল্লাহ আল পায়েল সদর উপজেলার চম্পকনগর এলাকার সুলতান মাহমুদের ছেলে।

বিজিবি ১০-এর অধিনায়ক মহিউদ্দিন বলেন, কুমিল্লার গোলাবাড়ি এলাকা দিয়ে মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল শুক্রবার ভোরে পাচথুবি এলাকায় যায়।

“বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদকব্যবাসায়ীরা তাদের লক্ষ করে গুলি ছোড়ে। বিজিবি পাল্টা গুলি ছোড়ে। এতে মাদক কারবারি আবদুল্লাহ আহত হন। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

এ সময় তার কাছ থেকে দুই ইয়াবা উদ্ধার করা হয় বলে তিনি জানান।

লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কুমিল্লা কোতোয়ালি থানায় মামলা হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা মহিউদ্দিন।