বৃহস্পতিবার রাজশাহী সদর জ্যেষ্ঠ সহকারী জজ মো. মনিরুজ্জামান উপাচর্যের বিরুদ্ধে এই সমন জারির আদেশ দেন।
একইদিন এই আদালতে বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক শাহরিয়ার পারভেজের করা আদালত অবমাননার একটি মামলায় এ আদেশ দেওয়া হয়।
উপাচার্য এম আবদুস সোবহান ছাড়াও মামলার অপর বিবাদীরা হলেন- বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবদুল বারী ও আইন বিভাগের সহযোগী অধ্যাপক রফিকুল ইসলাম।
এদের মধ্যে আব্দুল বারীকে রেজিস্ট্রার ও ব্যক্তি হিসেবে দুইবার মামলার বিবাদী করা হয়েছে আর্জিতে।
মামলার আইনজীবী নূর-এ-কামরুজ্জামান ইরান বলেন, বিবাদীদের বিরুদ্ধে দেওয়ানী কার্যবিধি আইনে মামলা দায়ের করা হয়েছে।
মামলার বরাতে তিনি বলেন, রাবির আইন ও ভূমি প্রশাসন বিভাগে জ্যেষ্ঠতার ভিত্তিতে সভাপতি হিসেবে ওই বিভাগের সহকারী অধ্যাপক শাহরিয়ার পারভেজকে বাদ দিয়ে গত ২১ এপ্রিল বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সহযোগী অধ্যাপক রফিকুল ইসলামকে আইন ও ভূমি প্রশাসন বিভাগের সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়।
“উক্ত বিজ্ঞপ্তি অবৈধ ও বেআইনি মর্মে ঘোষণা চেয়ে শাহরিয়ার পারভেজ মামলাটি দায়ের করেন।”
তিনি আরও জানান, আদালত গত ২৪ এপ্রিল বাদীর দরখাস্তের পরিপ্রেক্ষিতে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেয়। কিন্তু বিবাদী পক্ষ আদালতের আদেশ অমান্য করে রফিকুল ইসলামকে আইন ও ভূমি প্রশাসন বিভাগের সভাপতি হিসেবে নিয়োগ দেন।