নুসরাত হত্যা: ৫ আসামি রিমান্ডে

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার পাঁচ আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে পাঠিয়েছে আদালত, যাদের মধ্যে দুইজন ইতিমধ্যে আদালতে স্বীকারোক্তি দিয়েছে।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 May 2019, 04:18 PM
Updated : 2 May 2019, 04:18 PM

বৃহস্পতিবার ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম জাকির হোসাইন এ আদেশ দেন বলে জানান ফেনীর পিবিআই পরিদশক (তদন্ত) ও মামলার তদন্ত কর্মকর্তা শাহ আলম।

এই পাঁচ আসামি হলেন স্বীকারোক্তি দেওয়া শাহাদাত হোসেন শামীম ও জাবেদ হোসেন এবং এমরান হোসেন মামুন, মহিউদ্দিন শাকিল ও ইফতেখার হোসেন রানা।

শাহ আলম জানান, দুপুরে পাঁচ আসামিকে আদালতে তোলা হয়। এরপর পিবিআই শাহাদাত হোসেন শামীম ও জাবেদ হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের হেফাজতের (রিমান্ড) আবেদন করলে আদালত দুই দিন মঞ্জুর করে।

“এরপর গ্রেপ্তার এমরান হোসেন মামুন, মহিউদ্দিন শাকিল ও ইফতেখার হোসেন রানার সাত দিন করে রিমান্ড আবেদন করলে আদালত পাঁচ দিন মঞ্জুর করে।”

এর আগে গত মঙ্গলবার এজহারভুক্ত আসামি শাহাদাত হোসেন শামীমকে দ্বিতীয় দফায় ও জাবেদ হোসেনকে তৃতীয় দফায় আদালতে তুলে ৫ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ২ মে রিমান্ড শুনানির দিন ধার্য করেছিল।

গত ২৫ এপ্রিল থেকে শামীম তিন দিনের রিমান্ডে ছিলেন। অপরদিকে জাবেদ গত ১৩ এপ্রিল থেকে প্রথম দফায় ৭ দিন ও ১৯ এপ্রিল থেকে দ্বিতীয় দফায় ৩ দিনের রিমান্ডে ছিলেন।

নুসরাত হত্যায় দায় স্বীকার করে গত ১৪ এপ্রিল শাহাদাত হোসেন শামীম ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম জাকির হোসাইনের আদালতে ও গত ২০ এপ্রিল জাবেদ হোসেন ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম শরাফ উদ্দিন আহম্মেদের আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছিলেন।

গত ৬ এপ্রিল সোনাগাজী ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাত আলিমের আরবি প্রথমপত্র পরীক্ষা দিতে গেলে বোরখা পর একদল তরুণ-তরুণী তার গায়ে কেরোসিন ঢেলে আগুন দেয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ১০ এপ্রিল তার মৃত্যু হয়।

এ ঘটনায় মাদ্রাসার অধ্যক্ষ (বর্তমানে বরখাস্ত) সিরাজ-উদ-দৌলাকে প্রধান আসামি করে ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও ৪/৫ জনকে আসামি করে নুসরাতের ভাই মাহমুদুল হাসান নোমান গত ৮ এপ্রিল সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করেন।

এ মামলায় এজহারভুক্ত আট আসামিসহ ২১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও পিবিআই। এদের মধ্যে সকল আসামিকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়েছে। এ পর্যন্ত ৯ জন আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছেন।