‘জমির জন্য’ বৃদ্ধা মাকে মারধরের অভিযোগ

‘জমি লিখে না দেওয়ায়’ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৭০ বছর বয়সী মাকে মারধরে জখম করার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে।

মৌলভীবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 May 2019, 01:53 PM
Updated : 2 May 2019, 01:53 PM

উপজেলার সিন্দুরখান ইউনিয়নের গুলের গাঁওয়ে বৃহস্পতিবার এ ঘটনা ঘটে বলে শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা জানিয়েছেন।

আহত ছুকেরা খাতুন (৭০) গুলের গাঁও গ্রামের আজগর আলীর স্ত্রী। তাকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

ছুকেরা বেগম বলেন, তার দুই ছেলে ও দুই মেয়ের মধ্যে এক মেয়ে মারা গেছেন। তার বাবার বাড়ি থেকে পাওয়া ১৫ শতাংশ জমি রয়েছে।

“এই জমি বড় ছেলে জহুর আলীকে (৪৫) দিয়ে দেওয়ার জন্য বহুদিন ধরে তাকে চাপ দিচ্ছে। জমি না দেওয়ায় আগেও তাকে বহুবার মেরেছে ছেলে জহুর।”

ছুকেরা বলেন, বৃহস্পতিবার সকালে জহুর পুনরায় জমি তার নামে লিখে দেওয়ার জন্য চাপ দেয়। তিনি অপারগতা প্রকাশ করলে সে একটি কাটা বাঁশ দিয়ে মেরে আহত করে। 

এ ঘটনার পর প্রতিবেশী মকসুদ আলী ছুকেরাকে আহত অবস্থায় উদ্ধার করে থানায় নিয়ে যান।

তিনি বলেন, ছেলেমেয়েরা তাকে খাওয়া-পরা দেয় না। তিনি বৃদ্ধ বয়সে মানুষের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করেন।

শ্রীমঙ্গল থানার পরিদর্শক সোহেল রানা বলেন, সকালে সাড়ে ১১টায় আহত অবস্থায় শ্রীমঙ্গল থানায় অভিযোগ নিয়ে আসেন গুলের গাঁও গ্রামের আজগর আলীর স্ত্রী ছুকেরা খাতুন।

“তার হাত, মাথা ও বুকে মারাত্মক আঘাতের চিহ্ন রয়েছে। দ্রুত চিকিৎসার জন্য তাকে শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।”

এ ব্যাপরে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান।