এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রীকে বৃহস্পতিবার আটক করা হয়েছে বলে মিঠাপুকুর থানার ওসি জাফর আলী বিশ্বাস জানিয়েছেন ।
নিহত এরশাদ মিয়া (৩২) মিঠাপুকুর উপজেলার ৮ নম্বর চেংমারী ইউনিয়নের মোসলেম বাজারের বড়বাড়ি গ্রামের ধিয়ান উদ্দিনের ছেলে।
ওসি জাফর বলেন, বৃহস্পতিবার সকালে খবর পেয়ে পুলিশ গিয়ে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে।
এলাকাবাসী জানান, ১১ বছর আগে বিয়ে হলেও এরশাদের সঙ্গে তার স্ত্রী আসমা বেগমের বনাবনি হচ্ছিল না। বুধবার রাতে স্বামী-স্ত্রীর ঝগড়া হয়। বৃহস্পতিবার সকালে আসমার কান্নার শব্দে প্রতিবেশীরা এসে ফাঁসিতে ঝুলন্ত লাশ দেখতে পায়।
এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য ইদ্রিস আলী বলেন, “ঝগড়ার একপর্যায়ে আসমা তার স্বামীর অণ্ডকোষ চেপে ধরার কারণে তার মৃত্যু হয়েছে বলে শুনেছি।”
এই দম্পতির পাঁচ বছরের মেয়ের বরাতে পুলিশ বলছে, আসমা ও আরও দুইজন লোক এরশাদকে ফাঁসিতে ঝুলিয়ে রাখে বলে তারা প্রাথমিকভাবে জানতে পেরেছেন।
ওসি জাফর বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রতিবেশীদের সঙ্গে কথা বলছে। এরশাদের স্ত্রী আসমাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। খুব শিগগিরই পুলিশ খুনি শনাক্ত করতে পারবে বলে আশা করছে।