ঠাকুরগাঁওয়ে নারী ইউপি সদস্য ও তার ছেলেকে ‘মারধর’

ঠাকুরগাঁও সদর উপজেলায় জমি বিরোধের জেরে ইউনিয়ন পরিষদের এক নারী সদস্য ও তার ছেলেকে মারধরের অভিযোগ পাওয়া গেছে।

ঠাকুরগাঁও প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 May 2019, 10:26 AM
Updated : 2 May 2019, 10:30 AM

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার ঢোলারহাট ইউনিয়নের মাধবপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে রুহিয়া থানার ওসি প্রদীপ কুমার রায় জানান।

আহতরা হলেন সদর উপজেলার মাধবপুর গ্রামের গৌড়লাল রায়ের স্ত্রী উপজেলার ঢোলারহাট ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের নারী ইউপি সদস্য সাধনা রানী (৪০) ও তার ছেলে সুমন চন্দ্র রায় (২৮)। তাদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সাধনা রানী বলেন, বাড়ির পাশের এক খণ্ড জমি নিয়ে প্রতিবেশী মহেষ রায়ের ছেলে ডিগাম্বর রায়ের সঙ্গে তাদের বিরোধ চলছিল।

তার অভিযোগ, ওই ৪১ শতক জমির পৈত্রিক সূত্রে মালিক তিনি। কিন্তু ডিগাম্বর ওই জোর করে দখল করার চেষ্টা করে আসছিল।

এ ইউপি সদস্য আরও বলেন, “সকালে দিগাম্বরের নেতৃত্বে একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে আমাদের জমিতে প্রবেশ করে এবং অবৈধভাবে ঘর তোলার চেষ্টা করে। এ সময় বাধা দিতে গেলে তারা আমাকে ও আমার ছেলে মারধর করে। ”

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে বলে জানান সাধনা।

ঠাকুরগাঁও সদর হাসপাতালের চিকিৎসক ফারহানা রহমান মিতু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আহতদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে।”

ওসি বলেন, দীর্ঘদিন ধরেই জমি নিয়ে দুই পক্ষের মাঝে বিরোধ চলছিল। স্থানীয়ভাবে সেটি মিমাংসা করার উদ্যোগও নেওয়া হয়েছিল।

বৃহস্পতিবার সকালের ঘটনায় কেউ লিখিত অভিযোগ দেয়নি; অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।

এ বিষয়ে জানতে ডিগাম্বরের সঙ্গে কাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।