মৌলভীবাজারে ধর্ষণের প্রতিবাদ করতে গিয়ে খুন

মৌলভীবাজারে শিশুকে ধর্ষণের প্রতিবাদ করতে গিয়ে এক ব্যক্তি খুন হয়েছেন; এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

মৌলভীবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 May 2019, 09:22 AM
Updated : 2 May 2019, 09:22 AM

শ্রীমঙ্গল থানার ওসি কেএম নজরুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে আব্দুল আহাদ (৩৫) নামে এক ব্যক্তিকে তারা আটক করেন।

আহাদ উপজেলার পশ্চিম লইয়ারকুল এলাকার চেরাগ মিয়ার ছেলে।

ওসি নজরুল বলেন, একটি ধর্ষণের ঘটনায় দুই ভাই সিরাজ (৩৭) ও রহমান (৩৫) আহাদের সঙ্গে কথা বলতে যান। এ সময় তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে আহাদ ধারালো অস্ত্র দিয়ে সিরাজ ও রহমানের ওপর হামলা করে পালিয়ে যান। এলাকাবাসী তাদের মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সিরাজকে মৃত ঘোষণা করেন।

পরে রহমানকে মৌলভীবাজার থেকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানান ওসি নজরুল।

এ ঘটনায় পুলিশ অভিযানে গিয়ে আহাদের বাবা চেরাগ মিয়াকে আটক করে থানায় নিয়ে যায়।

ওসি নজরুল বলেন, পরে আহাদ স্থানীয় ভুনবীর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে যান। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে চেয়ারম্যান পুলিশে ডেকে আহাদকে তাদের হাতে তুলে দেন।