ভারতে পাচারের উদ্দেশ্যে বড়িগুলো মজুত করা হয়েছিল বলে পুলিশের ভাষ্য।
সাভার মডেল থানার এসআই তারিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নূরজাহান বেগমের (২৮) বাড়ি গাইবান্ধা জেলায়। তিনি উলাইল এলাকার আল-মুসলিম গ্রুপ নামে একটি পোশাক কারখানার শ্রমিক ছিলেন।
এসআই তারিকুল বলেন,“কারখানায় যাওয়ার পথে পেছন দিক থেকে আসা একটি বাস নূরজাহানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার এবং বাসটি আটক করে। তবে বসের চালক ও তার সহকারীরা পালিয়ে গেছে বলে জানান তিনি।
লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।