দুর্ঘটনায় গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
নিহত আব্দুল গফ্ফার (৪৯) জয়পুরহাট শহরের সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক । সদর উপজেলার কড়ই গ্রামের সুজাত উল্লাহর ছেলে তিনি।
বৃহষ্পতিবার দুপুরে শহরের সুইপার কলোনির অরক্ষিত রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
সদর থানার ওসি সিরাজুল ইসলাম প্রত্যক্ষদর্শীদের বরাতে বলেন, “গফফার মোটরসাইকেলে করে সুইপার কলোনির অরক্ষিত রেলক্রসিং পার হচ্ছিলেন।
“পঞ্চগড় থেকে আসা ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের নিচে কাটা পড়ে মোটরসাইকেলটি টুকরো টুকরো হয়ে যায়। একই সঙ্গে ট্রেনের নিচে কাটা পড়ে গফ্ফার নিহত হন।”
এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সান্তাহার জংশন রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে বলেও জানান ওসি সিরাজুল।