“আপনাদের চেষ্টা যদি সমভাবে না থাকে আমাদের একক চেষ্টায়, আইনশৃঙ্খলা বাহিনীর একক চেষ্টায় এটা হবে না।”
উপজেলার ক্রোকচর এলাকায় বৃহস্পতিবার বেলা ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে শিবচর থানার ওসি জাকির হোসেন মোল্লা জানান।
নিহত ইমন (২০) শিবচর উপজেলার যাদুয়ারচর এলাকার আবুল বেপারীর ছেলে।
ওসি জাকির বলেন, মাহেন্দ্রটি শিবচর সদরে যাচ্ছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারালে মাহেন্দ্রটি উল্টে রাস্তার পাশে একটি খাদে পড়ে যায়।
“এ সময় মাহেন্দ্রর নিচ চাপা পড়ে চালক আহত হন। স্থানীয়রা তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।”
শিবচর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা খলিলুর রহমান জানান, হাসপাতালে আনার আগেই ইমনের মৃত্যু হয়।