দরিদ্র মানুষের ঋণ আর অভাবকে পুঁজি করে নাটোরের গুরুদাসপুরে গড়ে উঠেছে ‘কিডনি বাণিজ্যের’ চক্র।
পোড়াদহ জিআরপি থানার ওসি সলেমান হোসেন মোল্লা জানান, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে মিরপুর-পোড়াদহ স্টেশনের মাঝামাঝি দুর্গাপুর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে
নিহত বিষু গাজী (৫৫) মিরপুর উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের কামিরহাট গ্রামের ভিকু গাজীর ছেলে।
নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিষু মানসিক ভারসাম্যহীন ছিলেন। রেললাইন দিয়ে হাঁটার সময় রাজশাহী থেকে খুলনাগামী সাগরদাড়ী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি।
ওসি বলেন, পরে স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে পাঠনো হয়।