ইতোমধ্যে এই ৪১ নেতার কাছে কারণ দর্শানোর নোটিস পাঠানো হয়েছে।
শরীয়তপুরের ডিবি পুলিশের ওসি মো. কবিরুল ইসলাম জানান, এ ঘটনায় ডিবি পুলিশের এসআই শেখ আশরাফুল বাদী হয়ে মাদক আইনে পালং মডেল থানায় একটি মামলা করেছেন।
গ্রেপ্তাররা হলেন-শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির শিক্ষানবিশ আইনজীবী শেখ মুর্তুজা আলী ও তার সহযোগী সদর উপজেলার ধানুকা গ্রামের শফিউল আলম খান সুমন।
ওসি কবিরুল বলেন, “বুধবার সন্ধ্যায় সুমনের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় ৩০টি ইয়াবাসহ সুমন ও মুর্তুজাকে গ্রেপ্তার করা হয়।”
পরে তাদের শরীরে তল্লাশি করা হলে সুমনের কাছ থেকে ইয়াবা বিক্রির ৩ হাজার ৮০০ ও মুর্তুজার কাছ থেকে দুই হাজার ২০০ টাকা পাওয়া যায় বলে এ পুলিশ কর্মকর্তা জানান।