রাজবাড়ীর পাংশা উপজেলায় স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে হত্যা করা হয়েছে।
Published : 02 May 2019, 10:58 AM
পাংশা থানার ওসি আহসান উল্লাহ জানান, নিহত পিকুল বিশ্বাস (৪০) উপজেলার সরিষা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
তিনি ওই ইউনিয়ন পরিষদের জলিল বিশ্বাসের ছেলে এবং ইউপি চেয়ারম্যান আজমল আল বাহারের ছোট ভাই।
স্থানীয়রা জানান, বুধবার রাত ৯টার দিকে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীরা পিকুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
সেখান থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপতালে নেওয়া হলে চিকিৎসকেরা পিকুলকে মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের বিষয়ে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়েছে,তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।