এর আগে তার মরদেহে শ্রদ্ধা জানান রাজনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উপজেলার মীরগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনায় আরও অন্তত ১২ জন আহত হয়েছেন বলে বাঘা থানার ওসি মহসিন আলী জানিয়েছেন।
নিহতরা হলেন- বাস চালকের সহকারী আবু হানিফ (২৮), বাসের যাত্রী মনোয়ারা বেগম (৪২) ও বাদল বেওয়া (৬৫)। তাদের সবার বাড়ি বাঘা উপজেলায়।
ওসি মহসিন আলী জানান, রাব্বী এন্টারপ্রাইজের বাসটি বাঘা থেকে যাত্রী নিয়ে রাজশাহী যাচ্ছিল। পথে মীরগঞ্জ বাজারের পাশে বিপরীতমুখী একটি ট্রলির সঙ্গে বাসটির ধাক্কা লাগে।
সংঘর্ষের ফলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং বাসটি রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ১২ জনকে আহত অবস্থায় উদ্ধার করে বাঘা ও চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর ব্যবস্থা করেন।