ঘূর্ণিঝড় ফণী: হাতিয়ায় নৌ চলাচল বন্ধ

ভারতের ওড়িশা উপকূলের দিকে এগোতে থাকা অতি প্রবল ঘূর্ণিঝড় ফণী মোকাবিলায় নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় সব ধরনের নৌ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

নোয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 May 2019, 02:26 PM
Updated : 1 May 2019, 02:28 PM

এছাড়া নোয়াখালীতে ২৫০টি আশ্রয়কেন্দ্র নিয়ে সাড়ে ছয় হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে বলে জেলা প্রশাসনের এক জরুরি সভায় জানানো হয়েছে।

বুধবার বিকালের এ সভায় জেলা প্রশাসক তন্ময় দাস বলেন, হাতিয়ায় সব ধরনের নৌ চলাচলা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। উপকূলীয় চার উপজেলা হাতিয়া, সুবর্ণচর, কোম্পানীগঞ্জ ও কবিরহাটে লাল পতাকা উত্তোলন ও প্রচার মাইক বের করা হয়েছে।

“ফণী মোকাবিলায় জেলায় ২৫০টি আশ্রয়কেন্দ্র, সাড়ে ছয় হাজার স্বেচ্ছাসেবক, ছয় হাজার প্যাকেট শুকনা খাবার, ২০০ মেট্রিকটন চালসহ প্রয়োজনীয় সংখ্যক যানবাহন ও মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে।”

সভায় পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফসহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানরা ছিলেন।

এদিকে ফণী আরও শক্তিশালী হয়ে ওঠায় দেশের সমুদ্রবন্দরগুলোয় সতর্কতার মাত্রা বাড়িয়ে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।