কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের ত্রাণের চাল ‘পাচারের চেষ্টা’

কক্সবাজারে আবার রোহিঙ্গা শরণার্থীদের মাঝে বিতরণের জন্য বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) চাল কভার্ড ভ্যানসহ আটক করা হয়েছে, যেগুলো পাচার করা হচ্ছিল বলছে বিজিবি।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 April 2019, 04:13 PM
Updated : 30 April 2019, 04:13 PM

মঙ্গলবার রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের মরিচ্যার গরুর হাট এলাকা থেকে ভ্যানটি আটক করা হয় বলে বিজিবি জানিয়েছে।  

এর আগে গত ২৬ এপ্রিল ডব্লিউএফপির দেওয়া ত্রাণের দুই টন চাল পাচারকালে কভার্ড ভ্যানসহ জব্দ করা হয়েছিল।

বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়ানের ভারপ্রাপ্ত অতিরিক্ত পরিচালক মেজর আশরাফ বলেন, বিকাল ৫টার দিকে মরিচ্যার গরুর হাট এলাকায় উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে আসা চট্টগ্রামগামী কভার্ড ভ্যান থামিয়ে তল্লাশি চালায় বিজিবি।

“এ সময় কৌশলে চালক পালিয়ে গেলেও আড়াই টন চালসহ কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়।

“চালগুলো ডব্লিউএফপি ত্রাণ হিসেবে রোহিঙ্গা ক্যাম্পে বিতরণের জন্য দিয়েছিল। সংঘবদ্ধ একটি চক্র কৌশলে মালবাহী গাড়িযোগে পাচার করছিল।”

এছাড়া কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের আশপাশের স্থানীয় বিভিন্ন খোলা বাজারে সংস্থাটির ত্রাণের চাল প্রতিনিয়ত বিক্রি হচ্ছে বলেও জানান মেজর আশরাফ।

জাতিসংঘের এই সংস্থাটির কতিপয় লোক সংঘবদ্ধ চক্রের মাধ্যমে ত্রাণের চাল পাচারকাজে জড়িত থাকতে পারে বলে বিজিবির ধারণা, বলেন মেজর আশরাফ।

জব্দ করা চালগুলো কভার্ড ভ্যানসহ উখিয়ার বালুখালীর শুল্ক কার্যালয়ে জমা রাখা হয়েছে বলে জানান আশরাফ।

বিজিবির এ কর্মকর্তা আরও বলেন, এর আগে ২৬ এপ্রিলও পাচারকালে সংস্থাটির ত্রাণ হিসেবে বিতরণের জন্য দেওয়া দুই টন চাল কাভার্ড ভ্যানসহ জব্দ করেছিল।