ইয়াবায় ‘ফাঁসানোর চেষ্টা’: ৫ পুলিশ বরখাস্ত

ময়মনসিংহে ব্যবসায়ীকে ইয়াবা ট্যাবলেট দিয়ে ফাঁসানোর চেষ্টার অভিযোগে প্রত্যাহার হওয়া পাঁচ পুলিশকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 April 2019, 03:36 PM
Updated : 30 April 2019, 03:38 PM

মঙ্গলবার ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) শাহ আবিদ হোসেন এ নির্দেশ দেন বলে অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) সাখের হোসেন সিদ্দিকী জানান।  

বরখাস্ত হওয়া পাঁচ পুলিশ হলেন গৌরীপুর থানার এসআই আব্দুল আউয়াল, রুহুল আমিন, এএসআই আনোয়ার হোসেন, কামরুল ইসলাম ও কনস্টেবল আল আমিন। 

সাখের হোসেন বলেন, তাদের জিজ্ঞাসাবাদের জন্য ময়মনসিংহ পুলিশ লাইনে প্রত্যাহার করার একদিন পর মঙ্গলবার সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

“এদের বিরুদ্ধে ফ্ল্যাক্সিলোড ব্যবসায়ীকে ইয়াবা দিয়ে ফাঁসানোসহ বিভিন্ন ধরনের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।”

গত রোববার (২৮ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে গৌরীপুর উপজেলার রামগোপালপুর বাজারে ওই পাঁচ পুলিশ সদস্য ফ্লেক্সিলোড ব্যবসায়ী খোকন মিয়াকে ফাঁসানোর চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। এ সময় স্থানীয়রা এই পাঁচ পুলিশ সদস্যকে আটক করে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়ক অবরোধ করে।

পরে গৌরীপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসে।