মাদারীপুরে মাদকবিরোধী অভিযানে নিহত ১

মাদারীপুরের কালকিনিতে কথিত বন্দুকযুদ্ধে র‌্যাবের গুলিতে মাদক ও অস্ত্র মামলার এক আসামি নিহত হয়েছেন। 

মাদারীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 April 2019, 03:27 AM
Updated : 30 April 2019, 03:27 AM

সোমবার মধ্যরাতে কালকিনি উপজেলার উত্তর চর আইড়কান্দি গ্রামে বরিশাল র‌্যাবের একটি দলের অভিযানের মধ্যে গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে কালকিনি থানার ওসি মোফাজ্জেল হোসেনের ভাষ্য।

নিহত জহিরুল ইসলাম জক্কা (৩৮) কালকিনি উপজেলার কয়ারিয়া ইউনিয়নেরর বড় চরকয়ারিয়া গ্রামের সোহরাব খানের ছেলে।

পুলিশ বলছে, জহিরুল দীর্ঘদিন ধরে মাদক চোরাকারবারে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে কালকিনিসহ বিভিন্ন থানায় মাদক ও অস্ত্র আইনের নয়টি মামলা রয়েছে।

কালকিনির ওসি মোফাজ্জেল বলেন, “র‌্যাবের একটি দল চর আইড়কান্দি গ্রামে মাদক উদ্ধার অভিযানে গেলে সন্ত্রাসীরা আর্তকিতে হামলা চালায়। আত্মরক্ষার্থে র‌্যাবও গুলি ছোড়ে। এসময় জহিরুল ইসলাম জক্কা নিহত হয়।”

ওই অভিযানে র‌্যাব কোনো মাদক উদ্ধার করতে পেরেছে কি না- সে তথ্য জানাতে পারেননি ওসি। এ বিষয়ে র‌্যাবের কোনো বক্তব্য পাওয়া যায়নি।