চাঁপাইনবাবগঞ্জে যৌতুক মামলায় পুলিশ কনস্টেবলের দণ্ড

চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় পুলিশের এক কনস্টেবলকে তিন বছর কারাদণ্ড দিয়েছে আদালত।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 April 2019, 11:11 AM
Updated : 29 April 2019, 11:11 AM

চাঁপাইনবাবগঞ্জের নারী ও শিশুনির্যাতন দমন ট্রাইব্যুনাল ২-এর বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ শওকত আলী সোমবার এ রায় ঘোষণা করেন।

একই সঙ্গে আদালত তাকে ১০ হাজার টাকা জরিমানা করেছে। জরিমানা না দিলে আরও তিন মাসের কারাগারে রাখার আদেশ দিয়েছে আদালত। 

সাজাপ্রাপ্ত উজির আলী শিবগঞ্জ উপজেলার হাজারবিঘি গ্রামের রবিউল ইসলামের ছেলে। সর্বশেষ তিনি ঢাকায় পিবিআই হেড কোয়ার্টারে দায়িত্ব পালন করেন।

রায় ঘোষণার সময় আসামি আদালতে ছিলেন।

জেলার অতিরিক্ত পিপি আঞ্জুমান আরা মামলার নথির বরাতে বলেন, ২০১২ সালে বিয়ের পর দুই দফায় তাকে তিন লাখ ১০ হাজার টাকা যৌতুক দেওয়া হয়। উজির আরও এক লাখ টাকার যৌতুক দাবি করে স্ত্রীকে প্রায়ই নির্যাতন করতেন।

এ ঘটনায় ২০১৮ সালে নারী ও শিশুনির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন তার স্ত্রী। আদালত মামলা আমলে নিয়ে সদর থানাকে এজাহার হিসেবে গণ্য করতে আদেশ দেয়। একই বছর সদর থানার এসআই রনি সাহা উজির আলীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।

আঞ্জুমান বলেন, “সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত উজির আলীকে দোষী সাব্যস্ত করে তিন বছর কারাদণ্ড দেওয়ার পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা করেছে। জরিমানা না দিলে তাকে আরও তিন মাস কারাগারে থাকতে হবে।”