চুয়াডাঙ্গায় বিএডিসি’র কর্মকর্তাকে হুমকির অভিযোগে যুবক গ্রেপ্তার

চুয়াডাঙ্গা সদর উপজেলায় বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রের (বিএডিসি) এক কর্মকর্তাকে পিস্তুল দেখিয়ে হুমকি দেওয়ার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ; তার দেওয়া তথ্যে উদ্ধার করা হয়েছে অস্ত্র।

চুয়াডাঙ্গা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 April 2019, 07:10 AM
Updated : 29 April 2019, 07:10 AM

উপজেলার দৌলাতদিয়া গ্রাম থেকে রোববার রাত ৮টার দিকে জাহিদুল ইসলাম চঞ্চলকে আটক করা হয় বলে চুয়াডাঙ্গা সদর থানার ওসি আবু জিহাদ মোহাম্মদ ফখরুল আলম খান জানান। চঞ্চল (৩৩) ওই গ্রামের রবিউল ইসলামের ছেলে। তিনি বীজ ও ভূষিমাল ব্যবসায়ী।

ওসি বলেন, দৌলাতদিয়াড় গ্রামে বিএডিসির বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রের উপ-পরিচালক মো. মোর্শেদকে পিস্তল দেখিয়ে কাজ দেওয়ার জন্য হুমকি দেয় চঞ্চল। এ ঘটনায় মোর্শেদ থানায় অভিযোগ করলে পুলিশ চঞ্চলকে আটক করে।

“পরে চঞ্চলের দেওয়া তথ্যে রাত ২টার দিকে হাতিকাটা গ্রামে চঞ্চলের ভূষিমালের গোডাউনে অভিযান চালিয়ে গুলিভর্তি একটি পিস্তল ও চার বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।”

এ ঘটনায় অস্ত্র ও মাদক আইনে মামলা হয়েছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।