মাদক মামলায় কুষ্টিয়ায় একজনের যাবজ্জীবন

কুষ্টিয়া ভেড়ামারায় পাঁচ বছর আগের মাদক মামলায় এক ট্রাক চালককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 April 2019, 11:00 AM
Updated : 28 April 2019, 11:00 AM

রোববার কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী এ রায় ঘোষণা করেন। 

দণ্ডিত আরিফুল ইসলাম ওরফে আফি (৪৮) দৌলতপুর উপজেলার গরুরা গ্রামের লিয়াকত আলীর ছেলে। রায় ঘোষণার সময় তিনি কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

যাবজ্জীবনের পাশাপাশি তাকে ৫০হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছেন বিচারক।

মামলার বিবরণে তে বলা হয়, ২০১৪ সালের ২৫ মার্চ রাতে ভেড়ামারর গোডাউন মোড়ে দৌলতপুর থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হয়। এসময় ১৩০ গ্রাম হিরোইনের প্যাকেটসহ চালক আরিফুলকে  আটক করা হয়।

এ ঘটনায় আরিফুলসহ চারজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়। তদন্ত শেষে ২০১৪ সালের ২৯জুন পুলিশ তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় ইয়াকু আলী, মো. ছোটন ও মো. লালনকে এ মামলা থেকে খালাস দেওয়া হয়।