মাদারীপুরে নারীর লাশ উদ্ধার, হত্যার অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে

মাদারীপুর সদর উপজেলায় এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ; যাকে শ্বশুরবাড়ির লোকজন হত্যা করেছে বলে পরিবারের অভিযোগ।

মাদারীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 April 2019, 06:43 AM
Updated : 28 April 2019, 06:43 AM

মাদারীপুর সদর থানার ওসি কামরুল হাসান জানান, রোববার সকালে উপজেলার পাঁচখোল ইউনিয়নের জাজিরা গ্রাম থেকে চাঁদনী আক্তারের (২২) লাশ তারা উদ্ধার করেন।

চাঁদনী জাজিরা গ্রামের বাবুল ফকিরের ছেলে রিয়াদের স্ত্রী এবং ওই ইউনিয়নের পাঁচখোলা গ্রামের আবুল হাওলাদারের মেয়ে।

ঘটনার পর থেকে রিয়াদ ও তার বাড়ির লোকজন পলাতক রয়েছে বলে পুলিশ জানিয়েছে। 

স্থানীয়রা জানান, চাঁদনীর সঙ্গে রিয়াদের প্রেমের সম্পর্ক ছিল। এক বছর আগে তাদের বিয়ে হয়।

চাঁদনীর বাবা বলেন, “বিয়ের পর থেকেই যৌতুকের জন্য আমার মেয়েকে তার শ্বশুরবাড়ির লোকজন মারধর করতো। সকালে শুনি, আমার মেয়েকে মেরে ওর স্বামীর বাড়ির লোকজন পালিয়েছে। আমার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। “

নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে পাঁচখোলা ইউনিয়ন পরিষদের নারী সদস্য দুলুফা বেগম জানান।  

মাদারীপুর সদর থানায় এসআই কবির হোসেন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।