কক্সবাজারে ‘দুই পক্ষের গোলাগুলিতে’ নিহত ২

কক্সবাজারের কুতুবদিয়ায় দুইজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ বলছে, অধিপত্যের বিরোধে জলদস্যু দুই পক্ষের গোলাগুলিতে তারা প্রাণ হারিয়েছেন। 

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 April 2019, 05:47 AM
Updated : 26 April 2019, 06:49 AM

শুক্রবার ভোর সাড়ে ৪ টার দিকে উপজেলার লেমশিখালী দরবার শরীফের সংলগ্ন বেড়িবাঁধে গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে কুতুবদিয়া থানার ওসি দিদারুল ফেরদৌস জানান।

নিহতরা হলেন- কক্সবাজারের পেকুয়া উপজেলার আবদুল করিম ও কালু।

পুলিশ বলছে, তারা ওই এলাকার ‘চিহ্নিত জলদস্যু’।

ওসির ভাষ্য, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জলদস্যু দুই পক্ষের মধ্যে গোলাগুলির খবরে পুলিশ ঘটনাস্থলে  যায়।

“এ সময় জলদস্যুরা পালিয়ে গেলে বেড়িবাঁধের উপর দুই জনের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়।”

এছাড়া ঘটনাস্থল থেকে একটি এলজি, দুইটি কার্তুজ ও দশ রাউন্ড গুলির খোসা উদ্ধারে কথাও জানান এ পুলিশ কর্মকর্তা।