কুমিল্লায় মিরন হত্যার ২ আসামি গ্রেপ্তার

কুমিল্লার স্কুলছাত্র মিরন হত্যা মামলার প্রধান দুই আসামি আমিন ও সৌরভ হোসেন পল্টুকে পুলিশ গ্রেপ্তার করেছে।

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 April 2019, 04:49 PM
Updated : 25 April 2019, 04:49 PM

বৃহস্পতিবার চট্টগ্রামের হালিশহর থেকে তাদের গ্রেপ্তার করে কুমিল্লা জেলা পুলিশ।

গ্রেপ্তার আমিন ফজিলাতুন্নেছা মডার্ন হাই স্কুলের ৭ম শ্রেণির ছাত্র। পল্টু একই বয়সী। তবে লেখাপড়া করে না।  

কুমিল্লা কোতোয়ালি থানার ওসি আবু ছালাম মিয়া বলেন, শবেবরাতের রাতে মিরনকে ছুরিকাঘাত করে হত্যার পর আমিন, পল্টুসহ এই মামলার অন্যান্য আসামিরা পলাতক ছিল।

ঘটনার পর থেকে পুলিশ অভিযান চালিয়ে এই হত্যাকাণ্ডে জড়িত তুষার আহমেদ রিয়াদ নামে এক কিশোরকে গ্রেপ্তার করে। পরে গোপন সংবাদেরে ভিত্তিতে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আমিন ও পল্টুকে গ্রেপ্তার করা হয় বলে তিনি জানান।

ওসি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা মিরন হত্যার কথা স্বীকার করেছে। কিছুদিনিআগে ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে মিরনের বন্ধু আবিরের সঙ্গে বড় ভাই ছোট ভাই সম্বোধন নিয়ে আমিন ও পল্টুর কথা কাটাকাটির জেরেই এই হত্যাকাণ্ড বলে স্বীকারোক্তি থেকে জানা গেছে।

আমিন ও পল্টুকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।