‘দ্বিতীয় বিয়েতে বাধা দেওয়ায় স্ত্রীকে হত্যা’, স্বামী গ্রেপ্তার

‘দ্বিতীয় বিয়েতে বাধা দেওয়ায়’ রংপুরে স্ত্রীকে হত্যার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

রংপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 April 2019, 06:04 PM
Updated : 24 April 2019, 06:04 PM

র‌্যাব-১৩ মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার এএসপি খন্দকার গোলাম মোর্ত্তূজা জানান, মঙ্গলবার মধ্যরাতে বগুড়ার সারিয়াকান্দির ফুলবাড়ি থেকে নাদের হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে।

মোর্ত্তূজা জানান, রংপুর মহানগরের হারাগাছ চর চত্তুরা এলাকার মৃত মনির উদ্দিনের ছেলে নাদের হোসেনের (৩৫) সঙ্গে কাউনিয়ার নাজিরদহ কুটিরঘাট গ্রামের এক তরুণীর (১৯) প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

“নাদের তার প্রেমিকাকে বিয়ে করতে চাইলে প্রথম স্ত্রী গোলাপী খাতুন (২৬) বাধা দেন।”

র‌্যাব কর্মকর্তা বলেন, “গোলাপী স্বামীর দ্বিতীয় বিয়েতে সম্মতি না দেওয়ায় প্রেমিকার পরামর্শে স্ত্রীকে হত্যার পরিকল্পনা করে নাদের। পূর্ব পরিকল্পনা অনুযায়ী গত ২১ এপ্রিল নাদের তার প্রেমিকা রিক্তা বেগমের সহায়তায় স্ত্রী গোলাপী খাতুনকে শ্বাসরোধ করে হত্যা করে ঘরের মধ্যে ফেলে রেখে পালিয়ে যায়।”

তিনি জানান, এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে হারাগাছ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পরদিন হারাগাছ থানা পুলিশ নাদেরের কথিত প্রেমিকাকে গ্রেপ্তার করে। কিন্তু নাদের হোসেন আত্মগোপনে থাকেন।

খন্দকার গোলাম মোর্ত্তূজা বলেন, মঙ্গলবার মধ্যরাতে বগুড়ার সাড়িয়াকান্দি থানার ফুলবাড়ি এলাকার একটি মুরগি খামার থেকে নাদের হোসেনকে গ্রেপ্তার করে।

“র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছেন।”