বাংলাদেশ-ভারত সম্পর্ক সবসময় ভালো থাকবে: গওহর রিজভী

ভারতে সরকার পরিবর্তন হলেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক সবসময় ভালো থাকবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 April 2019, 04:51 PM
Updated : 24 April 2019, 04:51 PM

বুধবার ব্রাহ্মণবাড়িয়ায় এক অনুষ্ঠানে তিনি বলেন, “ভারতে যে সরকারই ক্ষমতায় আসুক বাংলাদেশের সাথে সম্পর্ক সবসময় ভালো থাকবে। আরও ভালো হবে। এতে আমাদের কোনো বিভেদ হবে না।”

ভারতে চলমান নির্বাচন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “নির্বাচন ভারতের অভ্যন্তরীণ ব্যাপার। সেখানে বিজেপি-কংগ্রেস যে কেউ ক্ষমতায় আসুক বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। এর কারণ হলো আমাদের এ সম্পর্ক দুই দেশের মানুষ এবং সরকারের সঙ্গে।

“নতুন সরকার নতুন ম্যান্ডেট নিয়ে আসবে। মোদি সাহেব আসুক বা যে কেউ আসুক আমাদের সম্পর্ক সবসময় ভালো থাকবে।”

দুপুরে সরাইল উপজেলার সৈয়দ সিরাজুল ইসলাম অডিটোরিয়ামে আশুতোষ চক্রবর্তী স্মারক শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

এফবিসিসিআই পরিচালক প্রীতি চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী শাহ্ আলী ফরহাদ, সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম, জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন প্রমুখ উপস্থিত ছিলেন।