যাত্রা শুরুর অপেক্ষায় ‘বনলতা এক্সপ্রেস’

রাজশাহী অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত বিরতিহীন ট্রেন ‘বনলতা এক্সপ্রেস’ আর একদিন পর যাত্রা শুরু করছে।  

বদরুল হাসান লিটন রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 April 2019, 03:35 PM
Updated : 24 April 2019, 03:36 PM

বৃহস্পতিবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ট্রেনটির উদ্বোধন করবেন বলে রেলের পশ্চিমাঞ্চল মহাব্যবস্থাপক (জিএম) খোন্দকার শহিদুল ইসলাম জানিয়েছেন।

বৃহস্পতিবার উদ্বোধন হলেও ২৭ এপ্রিল থেকে এটি ঢাকা-রাজশাহী রুটে নিয়মিত চলাচল করবে বলে শহিদুল জানান।

তিনি জানান, ট্রেনটি মঙ্গলবার রাতে ইশ্বরদী থেকে রাজশাহী স্টেশনে পৌঁছেছে। উদ্বোধনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সে ট্রেনটি উদ্বোধন করেন।

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন উদ্বোধন অনুষ্ঠানে থাকবেন বলে শহিদুল জানিয়েছেন।

শহিদুল জানান, বনলতা এক্সপ্রেসের বগি নতুন হলেও ইঞ্জিন পুরাতন। ২০১৩ সালে ভারত থেকে আমদানি করা ইঞ্জিন দিয়ে চলাচল করবে ট্রেনটি। ঘণ্টায় ট্রেনটির সর্ব্বোচ্চ গতি থাকবে ৯০ থেকে ৯৫ কিলোমিটার।

পশ্চিমাঞ্চল রেল কর্তৃপক্ষ জানায়, রাজশাহী-ঢাকা রুটে বনলতা এক্সপ্রেসে থাকছে ইন্দোনেশিয়া থেকে আমদানি করা ১২টি নতুন বগি। এর মধ্যে শোভন চেয়ারের বগি ৭টি, যার আসন সংখ্যা ৬৬৪। এসি বগি ২টি, যার আসন সংখ্যা ১৬০। ১৬ আসনের একটি পাওয়ার কার। দুটি গার্ড বেরাকের আসন সংখ্যা ১০৮। সবমিলিয়ে আসন সংখ্যা ৯৪৮।

এছাড়া একটি খাবারের বগিও থাকছে।