রোহিঙ্গাদের ভোটার হওয়ার সুযোগ নেই: সিইসি

বায়োমেট্রিক নিবন্ধিত থাকায় ভোটার তালিকায় রোহিঙ্গাদের আসার সুযোগ নেই বলেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।  

রাজবাড়ী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 April 2019, 03:47 PM
Updated : 23 April 2019, 03:47 PM

মঙ্গলবার রাজবাড়ীতে ভোটার তালিকা হাল নাগাদ করার উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন।

বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হাল নাগাদ করার সময় তথ্য কর্মকর্তাদের সঠিক তথ্য দিয়ে দেশে একটি  নির্ভুল ভোটার তালিকা প্রস্তুত করতে সকল নাগরিকদের প্রতি আহবান জানিয়েছেন তিনি।

রোহিঙ্গা সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন, রোহিঙ্গাদের নিয়ে জাতি অত্যন্ত সমস্যার মধ্যে রয়েছে। যখনই রোহিঙ্গারা এদেশে প্রবেশ করেছে, তার পরপরই তাদের আঙুলের ছাপসহ সব বায়োমেট্রিক নেওয়া আছে।

“প্রশাসশন এটি একটি ভালো কাজ করেছে। ভুল তথ্য  দিয়ে কোথাও গিয়ে তাদের আর এদেশে ভোটার হবার সুযোগ নেই।”

দেশব্যাপী ভোটার তালিকা হাল নাগাদ কর্মসূচির অংশ হিসেবে রাজবাড়ী সদর উপজেলার ভোটার তালিকা হাল নাগাদ কার্যক্রমের উদ্বোধন করেন সিইসি নূরুল হুদা।

রাজবাড়ীর জেলা প্রশাসক শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা পরিষদ চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার এবং পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বক্তব্য রাখেন।