নওগাঁয় অস্ত্র-গুলি উদ্ধার, গ্রেপ্তার ২

নওগাঁর আত্রাই উপজেলায় দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে, যাদের কাছে অস্ত্র ও গুলি পাওয়ার কথা জানায় পুলিশ।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 April 2019, 11:55 AM
Updated : 23 April 2019, 11:55 AM

সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত নন্দননালী গ্রামে জেলা গোয়েন্দা পুলিশ এই অভিযান চালায়।

গ্রেপ্তাররা হলেন আশরাফুল ইসলাম আপন (৩২) ও সোহেল রানা (৩৪)। 

দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে এক সংবাদ সন্মেলনে নওগাঁ পুলিশ সুপার ইকবাল হোসেন এই তথ্য জানিয়েছেন।

মঙ্গলবার নওগাঁ পুলিশ সুপার ইকবাল হোসেন এক সংবাদ সন্মেলনে বলেন, গোপন সুত্রে খবর পেয়ে গোয়েন্দা পুলিশ সোমবার গভীর রাতে  অভিযান চালিয়ে নন্দননালী গ্রামে সোহেল রানার বাড়িতে লুকিয়ে  ‘সন্ত্রাসী’ আশরাফুল ইসলাম আপনকে গ্রেপ্তার করে।

“এরপর তার কাছ থেকে একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।”

এসপি ইকবাল আরও বলেন, গ্রেপ্তার আপনের স্বীকারোক্তি অনুসারে নন্দননালী গ্রামের আকবর আলীর ছেলে সোহেল রানাকে মঙ্গলবার সকালে তার বাড়ি থেকে গ্রেপ্তার এবং তার কাছ থেকে ওই দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে গোয়েন্দা পুলিশ।