রাজশাহীতে পদ্মায় ডুবে ৩ বোনের মৃত্যু

রাজশাহীতে পদ্মা নদীতে গোসল করতে নেমে ডুবে তিন বোনের মৃত্যু হয়েছে।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 April 2019, 09:36 AM
Updated : 21 April 2019, 02:41 PM

বাঘা উপজেলার মীরগঞ্জ এলাকায় রোববার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে বাঘা থানার ওসি মহাসিন আলী জানান।

নিহতরা হলেন- মীরগঞ্জ কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষের শিক্ষার্থী জিম (১৭), বাঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এশা খাতুন (৯) ও মীরগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী শিপ্রা (১২)।

এদের মধ্যে জীম ও এশা মীরগঞ্জ ভানুকর গ্রামের জিল্লুর মেয়ে ও শিপ্রা জিল্লুর ভাই শহীদুলের মেয়ে।

ওসি বলেন, “মীরগঞ্জ বিওপি ক্যাম্প এলাকার সুফিয়ানের ঘাটে পদ্মা নদীতে তারা গোসল করতে যায়। পানিতে নামার পর এশা ও শিপ্রা ডুবে যায়। তাদের বাঁচাতে গিয়ে জিমও ডুবে যায়।”

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন বলে এ পুলিশ কর্মকর্তা জানান।

স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আল জাজিরা বলেন, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।