দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে গুলি করে হত্যা

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে শরীয়তপুরের এক যুবক নিহত হওয়ার খবর জানিয়েছে তার পরিবার।

শরীয়তপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 April 2019, 04:59 AM
Updated : 21 April 2019, 11:57 AM

নিহত পারভেজ সরদার (২৯) শরীয়তপুর সদর উপজেলার মাহমুদপুর ইউনিয়নের দেলোয়ার সরদারের ছেলে। তার মা পারভীন আক্তার।

দক্ষিণ আফ্রিকার কেপটাউন শহরে শুক্রবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে পারভেজের চাচাত ভাই তরিকুল ইসলাম জানান।

তিনি বলেন, পারভেজ ২০১৭ সালের ডিসেম্বর মাসে দক্ষিণ আফ্রিকায় যাওয়ার পর কেপটাউনে কালিসা নামের একটি দোকানে সেলসম্যানের কাজ করে আসছিল। কিছুদিন আগে স্থানীয় কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীরা তার ভাইয়ের কাছে চাঁদা দাবি করে।

“পারভেজ এতে রাজি না হওয়ায় চারজন আফ্রিকান কৃষ্ণাঙ্গ দোকানে ঢুকে তাকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই পারভেজের মৃত্যু হয়।”

কেপটাউন থেকে পারভেজের মামা সুমন আহমেদ জানান, তার ভাগ্নেকে গুলি করে হত্যা করা হয়েছে। এর আগে গত ২মার্চ তার মামা জহিরকেও স্থানীয় সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে।

এদিকে পারভেজের মৃত্যর খবর গ্রামের বাড়িতে পৌঁছানোর পর বাড়িতে চলছে শোকের মাতম। স্ত্রী, বাবা-মা ও স্বজনদের কান্নায় বাতাস ভারি হয়ে উঠছে। পরিবারের সদস্যদের শান্তনা দিতে গিয়ে কেউ চোখের পানি ধরে রাখতে পারছেন না।

পারভেজের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনতে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ দূতাবাস ও সরকারের সহযোগিতা চেয়েছে তার পরিবার।