ধুনটের ওই ছাত্রলীগ নেতা আরেক স্কুলছাত্রীকে অপহরণের মামলারও আসামি।
কুষ্টিয়া শহরতলিরত্রিমোহিনী মোড় এলাকায় ও মিরপুর উপজেলার রানাখড়িয়া এলাকায় শনিবার এসব দুর্ঘটনা ঘটেবলে পুলিশ জানিয়েছে।
নিহতরা হলেন মিরপুরউপজেলার মির্জানগর গ্রামের গেদা মণ্ডলের ছেলে সাবুল মন্ডল (৪৫) ও একই উপজেলাররানাখড়িয়া গ্রামের সোনা মোল্লার ছেলে রমজান আলী (৬৫)।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশেরপরিদর্শক জয়নুল আবেদিন জানান, সকাল ৭টার দিকে ত্রিমোহিনী এলাকায় একটিদ্রুতগতির ট্রাক একটি ভ্যানকে ধাক্কা দিলেভ্যানচালক ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় স্থানীয়রা গুরুতরআহত দুই ভ্যান আরোহীকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যান।
পুলিশ ট্রাকটি শনাক্ত করতেপারেনি।
মিরপুর থানার ওসি আবুলকালাম জানান, সকাল ৮টার দিকে মিরপুর উপজেলার রানাখড়িয়া এলাকায় জ্যোতি তেলপাম্পের কাছেট্রাকচাপায় মারা যান রমজান আলী।
উভয়ের লাশ কুষ্টিয়া সদরহাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।