রাবি শিক্ষক সমিতি নির্বাচনে সভাপতি সাদা, সম্পাদক হলুদ

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষক সমিতির নির্বাচনে ১৫টি পদের মধ্যে সম্পাদকসহ দশটিতে জিতেছে মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের হলুদ প্যানেল।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 April 2019, 03:37 PM
Updated : 18 April 2019, 03:37 PM

বিএনপি-জামায়াতপন্থি বাংলাদেশি জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক গ্রুপ সভাপতিসহ পাঁচটি পদ পায়।

বৃহস্পতিবার দিনব্যাপী ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় ফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনার দায়িত্ব পালনকারী রসায়ন বিভাগের অধ্যাপক এ বি এম হামিদুল হক।

তিনি বলেন, “উৎসবমুখর পরিবেশে এক হাজার ১৩০ শিক্ষকের মধ্যে এক হাজার শিক্ষক তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। প্রার্থীরা জয়-পরাজয় মেনে নিয়েছেন। নির্বাচন নিয়ে তাদের কোনো অভিযোগ নেই।”

সাইফুল ইসলাম ফারুকী

নির্বাচনে ৫০৮ ভোট পেয়ে সভাপতি পদে বিজয়ী হয়েছেন বিএনপি-জামায়াতপন্থি প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক সাইফুল ইসলাম ফারুকী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীপন্থি খন্দকার ফরহাদ হোসেন পেয়েছেন ৪৩৯ ভোট।

সাধারণ সম্পাদক পদে ৪৯০ ভোট পেয়ে জয়লাভ করেছেন আওয়ামীপন্থি হলুদ প্যানেল প্রার্থী অধ্যাপক আশরাফুল ইসলাম খান। সাদা প্যানেলের প্রার্থী পরিসংখ্যান বিভাগের অধ্যাপক আমিনুল ইসলাম এ পদে পেয়েছেন ৪৬৪ ভোট।

আশরাফুল ইসলাম খান

এছাড়া আওয়ামী প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি ড. সাইয়েদুজ্জামান (মিলন), কোষাধ্যক্ষ রেজিনা লাজ, যুগ্ম-সম্পাদক মোজম্মেল হোসেন বকুল এবং সদস্য পদে আবুল কালাম আজাদ, শেখ শামসুল আরেফিন, এ এম শহীদুল আলম (লিটন), আজিজুর রহমান (শামীম), এ কে এম মাহমুদুল হক (টুটুল) ও রফিকুল ইসলাম (রয়েল)।

সাদা প্যানেলের জয়ী সদস্যরা হলেন রেজাউল করীম, আলতাফ হোসেন, শাহাদাৎ হোসেন এবং ইয়ামিন হোসেন।