সাতক্ষীরায় ‘স্ত্রীকে হত্যার পর বিষপান’, স্বামী আটক

সাতক্ষীরার আশাশুনিতে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর স্বামীর বিষপানের খবর পাওয়া গেছে।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 April 2019, 03:07 PM
Updated : 18 April 2019, 03:07 PM

বৃহস্পতিবার আশাশুনি উপজেলার কোদন্ডা আদর্শ গ্রামে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত শাহিদা খাতুন (১৮) আশাশুনির কোদন্ডা আদর্শ গ্রামের মাজেদ গাজীর মেয়ে এবং একই গ্রামের কাসেম মোল্যার স্ত্রী।

এ ঘটনায় শাহিদার স্বামী কাসেম মোল্যাকে আটকের পর আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ হেফাজতে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে আশাশুনি থানা পুলিশ।

আশাশুনি থানার ওসি বিপ্লব কুমার নাথ বলেন, কাশেম মোল্যার সঙ্গে সাত মাস আগে শাহিদা খাতুনের বিয়ে হয় পারিবারিকভাবে। তাদের মধ্যে প্রায়ই পারিবারিক কলহ লেগেই থাকত।

“এরই জের ধরে বৃহস্পতিবার ভোরে রাতে স্বামী-স্ত্রীর মধ্যে গোলযোগের এক পর্যায়ে কাশেম তার স্ত্রী শাহিদার গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে।

“এরপর সে নিজে বিষ খেয়ে বাড়ির কাছে খালের পাশে অচেতন পড়ে থাকে। সকালে বিষয়টি জানাজানি হওয়ার এক পর্যায়ে স্থানীয়রা খবর দিলে পুলিশ এসে শাহিদার লাশ উদ্ধার করে এবং কাসেম মোল্যাকে আটক করে।”

ওসি বিপ্লব আরও জানান, শাহিদার লাশের সুরতহাল রিপোর্ট শেষে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।