গোপালগঞ্জে ‘ভাইয়ের হাতে’ প্রবাসী খুন

গোপালগঞ্জের কাশিয়ানীতে দোকান ভাড়ার টাকা চাইতে গিয়ে ভাইয়ের হাতে এক সৌদি প্রবাসী খুন হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 April 2019, 06:29 AM
Updated : 18 April 2019, 06:29 AM

কাশিয়ানী থানার ওসি মো.আজিজুর রহমান জানান, উপজেলা সদরের জলকার পাড়ায়  বুধবার বিকালে এ ঘটনা ঘটে।

নিহত মো. শামছুল আলম মানু কাশিয়ানী উপজেলা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো.শাহাদত হোসেন মিয়ার ছেলে।

এ ঘটনায় মানুর খালাতো ভাই এইচএম মাসুদুর রহমার সোহাগকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। সোহাগ যশোর সদর থানার পুরাতন কসবা এলাকার মো.মনিরুজ্জামানের ছেলে ।

ওসি বলেন, মানু তার বাড়ির নিচ তলায় একটি দোকান খালাতো ভাই সোহাগকে ভাড়া দেন। সম্প্রতি তিনি সৌদি থেকে দেশে ফেরেন।

“বুধবার বিকালে মানু সোহাগের কাছে বকেয়া দোকান ভাড়া চাইতে গেলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সোহাগ রড দিয়ে মানুকে আঘাত করেন। পরে পরিবারের সদস্যরা মানুকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।”

খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ হাসপাতাল মর্গে পাঠায় বলে জানান ওসি অজিজুর জানান।

তিনি বলেন, “বকেয়া দোকান ভাড়া নিয়ে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে।”