বর্ষবরণে গান বাজানো নিয়ে সংঘর্ষে নিহত ১

মাগুরার শালিখা উপজেলায় বর্ষবরণের অনুষ্ঠানে উচ্চশব্দে গান বাজানো নিয়ে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন; আহত হয়েছেন অন্তত ১৫ জন।

মাগুরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 April 2019, 03:38 PM
Updated : 16 April 2019, 03:38 PM

বৈখোলা গ্রামে মঙ্গলবার দুপুরে এ সংঘর্ষ হয় বলে পুলিশ জানিয়েছে।

নিহত আবু নাসের (৪৫) ওই গ্রামের বাসিন্দা।

আহতদের মধ্যে শুকুর আলী (২৭), ইকবাল (২৫), হামিদ (৪৭), আবু তালেব (৫০), ইকলাস (৪৫), বাবর (৪০), হেকমত (৩২), খায়রুল (৩২), একরাম (২৬) ও আলী হোসেনকে (৩০) মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

শালিখা থানার ওসি তরীকুল ইসলাম বলেন, সোমবার রাতে বৈখোলা গ্রামে নববর্ষ উপলক্ষে পিকনিকের আয়োজন করে একদল যুবক। সেখানে উচ্চশব্দে গান বাজানো নিয়ে রাজু আহম্মদ নামে এক যুবকের সঙ্গে বিরোধ হয় আলীবর্দী মন্ডল, আলী হোসেনসহ কয়েকজনের।

“এর জেরে মঙ্গলবার সকালে রাজু আহম্মদ ও আলীবর্দীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে আবু নাসেরসহ অন্তত ১৬ জন জখম হন।”

নাসেরকে প্রথমে মাগুরা সদর হাসপাতালে, সেখান থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার আরও অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুপুর ৩টার দিকে নাসেরের মৃত্যু হয় বলে ওসি জানান।  

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, এলাকায় পরবর্তী সহিংসতা এড়াতে পুলিশ প্রহরা জোরদার করা হয়েছে।