ট্রলারসহ ৪ বাংলাদেশিকে অপহরণের অভিযোগ বিজিপির বিরুদ্ধে

কক্সবাজারের নাফ নদী থেকে একটি ট্রলারসহ চার বাংলাদেশি জেলেকে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) ধরে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 April 2019, 12:14 PM
Updated : 16 April 2019, 12:14 PM

বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সাল হাসান খান জানান, মঙ্গলবার ভোরে সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদী থেকে বিজিপি তাদের অস্ত্রের মুখে অপহরণ করে বলে তারা অভিযোগ পেয়েছেন।

ওই এলাকার ট্রলার মালিক আমান উল্লাহ বলেন, তার ট্রলার নিয়ে শাহপরীর দ্বীপ এলাকায় নাফ নদীতে মাছ ধরতে যান চার জেলে।

“মিয়ানমার থেকে বিজিপির একটি দল স্পিডবোটে এসে অস্ত্রের মুখে জেলেদের জিম্মি করে ধরে নিয়ে যায়।”

আমান উল্লাহ জানান, চার জেলে হলেন শাহপরীর দ্বীপ বাজার পাড়ার বাসিন্দা আজিম উল্লাহ, মোহাম্মদ আবদুল্লাহ, আবুল কালাম ও মোহাম্মদ হাসান।

ঘটনার পরপরই বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানান সাবরাং ইউনিয়ন পরিষদ সদস্য মোহাম্মদ ফজলুল হক।

বিজিবি কর্মকর্তা ফয়সাল হাসান খান বলেন, ট্রলার মালিক ও জেলেদের পরিবার থেকে অভিযোগ পাওয়ার পর সত্যতা নিশ্চিত করতে বিজিবি চেষ্টা চালাচ্ছে।

ঘটনার সত্যতা পেলে বিজিবি যথাযথ প্রক্রিয়ায় ব্যবস্থা নেবে বলে তিনি জানান।