শরীয়তপুর পাসপোর্ট অফিস থেকে রোহিঙ্গা মা-মেয়ে আটক

শরীয়তপুরে পাসপোর্ট করতে আসা রোহিঙ্গা মা ও মেয়েকে আটক করেছে পুলিশ।

শরীয়তপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 April 2019, 11:23 AM
Updated : 16 April 2019, 11:23 AM

জেলার পালং থানার পরিদর্শক (তদন্ত) মো. হুমায়ুন কবীর জানান, আটক খালেদা আকতার (১৯) ও তার মা নুরহাবা চট্টগ্রামের হাটহাজারিতে ভাড়া বাসায় থাকতেন।

তারা শরীয়তপুর সদর উপজেলার কীর্তিনগর এলাকার ভুয়া ঠিকানা ব্যবহার করে পাসপোর্ট নেওয়ার চেষ্টা করেন জানিয়ে পরিদর্শক হুমায়ুন বলেন, পাসপোর্ট কর্মকর্তা আবেদনকারীদের সঙ্গে কথা বলতে গেলে তার সন্দেহ হয়।

“পরে পুলিশ গিয়ে তাদের আটক করে। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা তাদের পরিচয় রোহিঙ্গা বলে স্বীকার করেন। শরীয়তপুরের কীর্তনগর এলাকার সানোয়ারুল ইসলাম ও নুরে আলম নামে দুই দালাল এই দুই নারীকে মালয়েশিয়া পাঠানোর কথা বলে নিয়ে আসেন। তারা তাদের পাসপোর্ট করিয়ে দেওয়ার চেষ্টার করেন।”

তবে পুলিশ দুই দালালকে আটক করতে পারেনি। তাদের আটক করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পরিদর্শক হুমায়ুন।