সাভারে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ

ঢাকার সাভারে একটি পোশাক কারখানার শ্রমিকরা এক মাসের বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 April 2019, 10:33 AM
Updated : 16 April 2019, 10:33 AM

মঙ্গলবার বেলা ১টার দিকে সাভারের দিলখুশাবাগ এলাকার জিকে গামের্ন্টস নামে একটি কারখানার শ্রমিকরা এই বিক্ষোভ দেখান।

শ্রমিকরা বলেন, মার্চ মাসের বেতন ৭ তারিখে দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি। মঙ্গলবার ছিল বেতন পরিশোধের নতুন তারিখ। মঙ্গলবারও বেতন না পেয়ে শ্রমিকরা উত্তেজিত হন। তারা কাজ বন্ধ রেখে বিক্ষোভ দেখান।

তাদের দাবি, তারা মহাসড়কের পাশে শান্তিপূর্ণভাবে অবস্থান নিলেও পুলিশ কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে।

এ কারণে তারা ক্ষুব্ধ হয়ে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন বলে তাদের দাবি।

ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার সাঈদুর রহমান বলেন, “মালিকপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। আগামী দুই দিনের মধ্যে শ্রমিকদের বকেয়া পাওনাদি পরিশোধ করে দেবে।

“শ্রমিকরা বকেয়া বেতন পরিশোধের আশ্বাস পেয়ে সড়ক থেকে চলে যায়। পরে সড়কে যানচলাচল স্বাভাবিক হয়।”

বেতন বকেয়া থাকার কথা স্বীকার করে জিকে গার্মেন্ট কারখানার মহাব্যবস্থাপক আলী আকবর বলেন, “আগামী বৃহস্পতিবার শ্রমিকদের সব পাওনা পরিশোধ করে দেওয়া হবে।”

মঙ্গলবার কারখানায় বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ায় একদিনের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয় বলে তিনি জানান।