শরীয়তপুরে সেতু দখল করে তালা

শরীয়তপুরে নিরাপত্তার অজুহাত দেখিয়ে একটি সেতুর ওপর গেইট বানিয়ে দখল করে রেখেছে এক প্রভাবশালী পরিবার।

শরীয়তপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 April 2019, 09:09 AM
Updated : 16 April 2019, 09:09 AM

সদর উপজেলার চিতলিয়া ইউনিয়নের কাশিপুর গ্রামের এই সেতুটির ওপর থেকে অবিলম্বে গেইট সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

গেইট বানিয়ে তালা দিয়ে রাখার কথা স্বীকার করেছেন স্থানীয় জগদীশ বিশ্বাসের ছেলে সুধীর বিশ্বাস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সেতুর কাছে কয়েক বছর আগে জোড়া খুন হয়েছে। আমাদের বাড়িতে তিনবার ডাকাতি হয়েছে। মাদকসেবীরা রাতে সেতুতে এসে হাঙ্গামা করে।

“এ কারণে নিরাপত্তার সমস্যা হয়। তাই সেতুর ওপর গেইট বানিয়ে তালা লাগিয়ে রাখি। সকালে খুলে দেই। আবার রাত ১২টায় বন্ধ করে রাখি। এতে জনগণের যাতায়তে কোনো সমস্য হয় না।”

তবে এলাকাবাসী ভোগান্তির অভিযোগ করেছেন। সেতুর ছবি তুলে সামাজিক যোগযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ায় এলাকায় এ নিয়ে সমালোচনা হচ্ছে।

ওই গ্রামের বাসিন্দা গিয়াস মোল্লা বলেন, “সরকারি টাকায় বানানো সেতুটি কেন একটি পরিবার দখল করে রাখবে? এতে জনসাধারণের যাতায়তে ভোগান্তি পোহাতে হচ্ছে। গেইটটি জরুরি ভিত্তিতে অপসারণ করা হোক।”

ওই গ্রামের মোদাচ্ছের মোল্লা ও পলাশ বিশ্বাসসহ অনেকেই সাংবাদিকদের কাছে এমন অভিযোগ করেছেন।

গেইট সরানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুর রহমান শেখ।

তিনি বলেন, “সেতু নির্মাণ করা হয়েছে জনসাধারণের যাতায়তের জন্য। গেইট বানিয়ে তালা লাগিয়ে রাখা যাবে না। যথাশিগগির গেইট অপসারণ করতে নির্দেশ দেওয়া হয়েছে। তা নাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”