গোপালগঞ্জে দুর্ঘটনায় দুইজনের মৃত্যু

গোপালগঞ্জে পৃথক দুর্ঘটনায় এক তরুণী ও এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে; আহত হয়েছেন আরও দুইজন।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 April 2019, 05:37 AM
Updated : 16 April 2019, 05:37 AM

মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলায় সোমবার এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। 

নিহতরা হলেন- ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার চন্দনী গ্রামের মুরাদ শেখের মেয়ে মুন্নী আক্তার (১৭) ও গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার গঙ্গারামপুর গ্রামের আয়ূব আলী শেখের ছেলে শাকিল শেখ (২২)।

কাশিয়ানী থানার ওসি মো. আজিজুর রহমান বলেন, ফরিদপুরের বোয়ালমারী থেকে সোমবার বিকালে মোটরসাইকেলে করে দুই নারীসহ তিনজন গোপালগঞ্জ যাচ্ছিলেন।

“কাশিয়ানী লিংক রোড থেকে পিংগুলিয়ার কাছে ঢাকা-খুলনা মহাসড়কে ওঠার সময় ঢাকা থেকে ছেড়ে আসা পিরোজপুরগামী দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়।

“এতে তিন আরোহী আহত হন। তাদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মুন্নীকে মৃত ঘোষণা করেন।”

পুলিশ বাসটি জব্দ করেছে; আর আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে বলে ওসি জানান। 

অন্যদিকে মুকসুদপুর উপজেলার উজানী ইউনিয়নের পাটিকেল বাড়ি গ্রামে একটি ব্রিজ ভেঙ্গে ট্রাক খালে পড়ে চালক নিহত হন বলে মুকসুদপুর থানার এসআই মো. মিজানুর রহমান জানান।

তিনি বলেন, “সন্ধ্যা ৬টার দিকে মুকসুদপুরের টেকেরহাট থেকে বালুবোঝাই ট্রাকটি খালে পড়ে যাওয়ার পর চাপা পড়ে চালক শাকিল ঘটনাস্থলেই নিহত হন।”

পরে ফায়ার সার্ভিস গিয়ে দুই ঘণ্টার চেষ্টার পর ট্রাকটি উদ্ধার করে বলে জানান এসআই।