গোপালগঞ্জে যুবকের পোড়া লাশ উদ্ধার

গোপালগঞ্জে পরিত্যক্ত একটি ভবনে এক যুবকের পোড়া লাশ পাওয়া গেছে।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 April 2019, 03:53 AM
Updated : 13 April 2019, 03:53 AM

চার দিন ধরে নিখোঁজ ওই যুবককে হত্যার পর আলামত গোপনে লাশটি পুড়িয়ে দেওয়া হয় বলে পুলিশের ধারণা।

নিহত ইমদাদুল হক ভূঁইয়া (২৮) গোপালগঞ্জ সদর উপজেলার কাইককান্দি ইউনিয়নের ঘোড়াদাইড় গ্রামের অলিয়ার রহমান ভূঁইয়ার ছেলে।

শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার পাইককান্দি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের চিকিৎসকের পরিত্যক্ত কোয়ার্টারের একটি কক্ষ থেকে তার পোড়া লাশটি উদ্ধার করা হয়।

লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক মো. মনিরুল ইসলাম জানিয়ছেন।

নিহতের চাচাত ভাই পাইককান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রিপন ভূইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে মোবাইলে একটি ফোন পেয়ে বাড়ি থেকে বেরিয়ছিলেন ইমদাদ। তার পর থেকে তিনি নিখোঁজ।

বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে সন্ধান না পেয়ে বৃহস্পতিবার গোপালগঞ্জ সদর থানায় ইমদাদের বাবা অলিয়ার রহমান একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

রিপন বলেন, “শুক্রবার ডাক্তারের পরিত্যক্ত কোয়ার্টার থেকে পচা লাশের গন্ধ পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।”

পুলিশ পরিদর্শক মনিরুল বলেন, “ওই যুবককে হত্যার পর আগুন দিয়ে লাশ পুড়িয়ে আলামত নষ্ট করার চেষ্টা করা হয়েছে। মাদক ব্যবসা নিয়ে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।”

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে জানিয়ে তিনি বলেন, “আমরা দ্রুত এ ঘটনার রহস্য উদঘাটন করতে পারব বলে আশা করছি।”

আটক হাফিজুর রহমান সিকদার (৩২) ঘোড়াদাইড় গ্রামের ওমর আলী সিকদারের ছেলে।