সিলেটে ৩ কেজি সোনাসহ যাত্রী আটক

সিলেটে এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিন কেজি সোনাসহ এক যাত্রীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 April 2019, 05:05 PM
Updated : 12 April 2019, 05:05 PM

ওসমানী বিমানবন্দরের কাস্টমস কর্মকর্তা নুরুল আমিন জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় ওমানের মাসকট থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-২২২ ফ্লাইট থেকে তাকে আটক করা হয়।

আটক আবির হোসেন (৩১) নোয়াখালীর হাতিয়ার আব্দুল আজিজের ছেলে। তিনি ওমানের মাসকাট থেকে আসছিলেন। তার গন্তব্য ছিল ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর।

কাস্টমস কর্মকর্তা নুরুল বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে আবির হোসেনের হাতব্যাগ তল্লাশি করে ২৫টি সোনার বার ও ১০০ গ্রাম ওজনের সোনার গয়না পাওয়া গেছে।

“বারগুলোর ওজন ২ কেজি ৯০০ গ্রাম। সব মিলিয়ে মোট তিন কেজি।”

আটক আবিরের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান কাস্টমস কর্মকর্তা নুরুল আমিন।