টঙ্গীতে ‘সিগারেটের আগুনে’ পুড়ল ২ ঘর

গাজীপুরে টঙ্গীতে আগুন লেগে একটি পরিত্যক্ত বাড়ির দুইটি ঘর ও মালামাল পুড়ে গেছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 April 2019, 07:30 AM
Updated : 12 April 2019, 07:31 AM

শুক্রবার সকাল সোয়া ৬টার দিকে পশ্চিম আরিচপুর এলাকায় দোতলা ভবনের  দ্বিতীয় তলায় এ অগ্নিকাণ্ড হয় বলে টঙ্গী ফায়ারস্টেশনের স্টেশন অফিসার রিফাত মল্লিক জানান।

ফায়ার সার্ভিস আধাঘণ্টায় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে; এতে হতাহতের কোনো  ঘটনা ঘটেনি।  

রিফাত বলেন, আরিচপুর এলাকায় ইয়ার বক্সের দোতলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগার খবর তাদের একটি ইউনিট গিয়ে তা নিয়ন্ত্রণে আনে।

“কিন্তু ততক্ষণে ওই ভবনের দুইটি কক্ষ, ভেতরে থাকা আববাবপত্র ও মালামাল পুড়ে যায়।”

টঙ্গী বাজার এলাকার ব্যবসায়ী আবুল খায়ের জানান, দুই বছর আগে ইয়ার বক্সের মৃত্যু পর বাড়ির লোকজন অন্য জায়গায় চলে যান। বাড়ি পাহাড়া দেওয়ার জন্য কোনো  কেয়ার টেকার নেই।

এ সুযোগে ওই বাড়ির দোতলার দরজার তালা ভেঙ্গে মাদক বিক্রেতরা নিয়মিত আড্ডা দেয় বলে জানান তিনি।

সার্ভিস কর্মকর্তা জানান, গাঁজা বা মাদক সেবনকারীদের ফেলে যাওয়া জলন্ত সিগারেট থেকে ওই অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে তারা ধারণা করছেন।

এছাড়া ঘটনাস্থলে কয়েকটি ফেনসিডিলের বোতল পাওয়া গেছে বলে জানান তিনি।