এক যুগ আগের হত্যা মামলায় জয়পুরহাটে ২ জনের যাবজ্জীবন

জয়পুরহাটে এক মাদ্রাসা ছাত্রকে হত্যা মামলায় দুই জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

জয়পুরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 April 2019, 10:06 AM
Updated : 11 April 2019, 10:12 AM

বৃহস্পতিবার দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক এ বি এম মাহমুদুল হক ২০০৭ সালের এ মামলার রায় ঘোষণা করেন।

দণ্ডিতরা হলেন- জয়পুরহাট সদর উপজেলার আরজী গ্রামের নুর আলম (২৮) ও নওগাঁ জেলার বদলগাছী উপজেলার গোদাগাড়ী গ্রামের মহবুব আলম (২৯)। রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন।

যাবজ্জীবনের পাশাপাশি আসামিকে দশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন বিচারক।

মামলার বিবরণে বলা হয়, সদরের ধলাহার গ্রামের আয়েজ উদ্দীনের ছেলে এবং ধলাহার মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্র নুরুন্নবী ২০০৭ সালের ২ নভেম্বর রাতে নিখোঁজ হয়। পরদিন ওই মাদ্রাসার পেছন থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।

এ ঘটনায় নুরুন্নবীর বাবা বাদী হয়ে নুর আলম ও মাহবুব আলমকে আসামি করে জয়পুরহাট থানায় মামলা দায়ের করেন।

তদন্ত শেষে ২০০৭ সালের ৩০ নভেম্বর জয়পুরহাট থানার পরিদর্শক আব্দুল ওয়াহাব আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিলে এ  মামলার বিচার শুরু হয়।