নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

নাটোরে পৃথক দুর্ঘটনায় এক নারীসহ দুইজনের প্রাণ গেছে; আহত হয়েছেন অন্তত ১৫ জন।

নাটোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 April 2019, 10:15 AM
Updated : 10 April 2019, 10:15 AM

বুধবার সকালে বড়াইগ্রাম ও নাটোর সদর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।

নিহতরা হলেন- সিরাজগঞ্জের ধাপ তিতলী গ্রামের সাদেফ আলীর ছেলে সাইফত আলী এবং নাটোরের বড়াইগ্রামের পার গোপালপুর এলাকার সুখলাল সরদারের স্ত্রী রাহেলা বেগম।

আহতদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের বরাতে নাটোর সদর থানার পরিদর্শক (তদন্ত) ফরিদুল ইসলাম বলেন, পাবনা থেকে কয়েকজন গরু ব্যাবসায়ী নছিমনে গরু নিয়ে রাজশাহীর সিটি হাটে যাচ্ছিলেন। পথে সদর উপজেলার কামারদিয়া এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে নসিমনটি রাস্তার পাশে খাদে পড়ে ১৬ জন গরু ব্যাবসায়ী আহত হন।

“খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাইফত মারা যান।”

বড়াইগ্রামের বনপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাহাবুব রহমান বলেন, বড়াইগ্রামের গড়মাটি এলাকার নাটোর-পাবনা মহাসড়কে একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস পথচারী রাহেলা বেগমকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

নিহত রাহেলা গোপালপুর গ্রামের সুখলাল সরদারের স্ত্রী বলে জানান তিনি।